• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২০, ২০১৬, ০১:৩৮ পিএম
বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ৭ নভেম্বর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সকাল ৭টায় দলীয় পতাকা অর্ধনমিত করা হবে। সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এছাড়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭/৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার চিন্তাভাবনা করা হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যেমন বাধা বিপত্তি ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল করছে ঠিক তেমনি কোন প্রতিবন্ধকতা ছাড়াই বিএনপি জনসভা করতে চায়। আশা করি বিএনপিকে ন্যূনতম এই অধিকারটুকু দেয়া হবে।

এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠন ১০ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!