• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপির ২৪ জনের বিরুদ্ধে পরোয়ানা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১০, ২০১৬, ০৬:২২ পিএম
বিএনপির ২৪ জনের বিরুদ্ধে পরোয়ানা

২০১৫ সালের প্রথম দিকে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর দারুস সালাম থানার নাশকতার পাঁচ মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১০ আগষ্ট) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র গ্রহণ করে এ পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ অক্টোবর দিন ধার্য করেন আদালত।

পাঁচ মামলায় মোট গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হলেন ১০৮ জন। তবে সব মামলায় একই আসামি থাকায় ২৪ জন ধরা হয়েছে।

পরোয়ানাভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন- হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নেতা মীর সরাফত আলী সফু, মারুফ কামাল খান সোহেল ও সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া।

উল্লেখ্য, ২০১৫ সালের প্রথম দিকে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে এ মামলাগুলো করে পুলিশ। ২০১৬ সালের প্রথম দিকে দারুস সালাম থানার পুলিশ আসামিদের পলাতক দেখিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!