• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএমএফ খিলগাঁও শাখার স্বাধীনতা দিবস উদযাপন


বিশেষ প্রতিনিধি মার্চ ২৭, ২০১৭, ০৭:১৩ পিএম
বিএমএফ খিলগাঁও শাখার স্বাধীনতা দিবস উদযাপন

ঢাকা: মহান স্বাধীনতার ৪৬ বছর উপলক্ষ্যে ২৬ মার্চ (রোববার) বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন (বিএমএফ) খিলগাঁও থানা শাখার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, গরীব-দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মহান স্বাধীনতাযুদ্ধের সকল শহীদের প্রতি দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল এন্টারপ্রাইজ-এর স্বত্ত্বাধিকারী হাজী আলাউদ্দিন। সকালে সেমিনার উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত আইজিপি ড.আবদুর রহিম খান।

সেমিনারে আলোচক ছিলেন সাবেক সংসদ সদস্য ও মানবাধিকার নেত্রী নূর আফরোজা আলী, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মহসিন তালুকদার, লাইফ এন্ড লাইট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফখরুল হোসেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন খিলগাঁও থানা শাখার সভাপতি সাব্বির আহমেদ রনি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন খান মাসুদ। অনুষ্ঠানে বিএমএফের ঢাকা বিভাগীয়, মহানগর ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!