• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিএসএফের হাতে বাংলাদেশি কিশোর আটক


সুনামগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ২২, ২০১৭, ০৫:৫৬ পিএম
বিএসএফের হাতে বাংলাদেশি কিশোর আটক

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে চোরাই কয়লা আনতে গিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশি কিশোর শনিবার (২১ জানুয়ারি) দুপুরে আটক হয়েছে। আটক কিশোরের নাম- আবদুল আজিজ (১৬)। সে জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের বালিয়াঘাট বিওপির লালঘাট মাঝ (মধ্য) পাড়ার চাঁন মিয়ার ছেলে।

জানা গেছে, বিজিবির টেকেরঘাট কোম্পানীর বালিয়াঘাট বিওপির দায়িত্বপূর্ণ লালঘাট গ্রামের ওপারে মেঘালয় পাহাড়ে শনিবার বেলা ১২টার দিকে অবৈধভাবে অনুপ্রবেশ করে পাহাড়ে কোয়ারী খনন করে বীনা শুল্কে চোরাই কয়লা আনতে যায় আবদুল আজিজ। ওই সময় টহলরত ভারতের শিংল-১১ বিএসএফ বড়ছড়া কোম্পানীর লালঘাট ক্যাম্পের টহল দল আজিজকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে বেলা ১টার দিকে আটক ওই কিশোরকে ফেরত চেয়ে বালিয়াঘাট বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেয়া হলেও শনিবার বিকেল পৌনে ৫টা পর্যন্ত বিএসএফ তাকে বিজিবির নিকট ফেরত দেয়নি বলে জানা গেছে।’

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবির টেকেরঘাট কোম্পানীর কমান্ডার নায়েব সুবেদার নিজাম শনিবার বিকেলে ভারতে বিএসএফর হাতে এক কিশোর আটকের বিষয়টি নিশ্চিত করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!