• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিকল্পধারার মহাসচিবকে দুদকে তলব


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৪, ২০১৮, ০৯:৪৬ পিএম
বিকল্পধারার মহাসচিবকে দুদকে তলব

ঢাকা: বিকল্প ধারার মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) আবদুল মান্নানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে দুদকে হাজির হতে নোটিশ দেন সংস্থাটির উপপরিচালক এসএম সাহিদুর রহমান।

সোমবার (২৪ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

মেজর মান্নানের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি বাংলাদেশ ইন্ড্রাস্ট্রিয়াল ফাইনান্স কোম্পানির (বিএফআইসি) চেয়ারম্যান থাকাকালীন ঋণের আড়ালে ওই প্রতিষ্ঠান থেকে ৫১৮ কোটি টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

তার বিরুদ্ধে এই অভিযোগের অনুসন্ধান শুরু হয় ২০১৬ সালে। কিন্তু অনুসন্ধানটি গতি পেয়েছে সম্প্রতি। দুদকের নোটিশে মেজর মান্নানকে হাজির হওয়ার সময় অভিযোগ সংশ্লিষ্ট যাবতীয় নথিপত্র সঙ্গে আনতে বলা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত শনিবার ৫ দফা দাবি নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনমত গঠনে গণফোরাম ও বিএনপির সঙ্গে ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা জাতীয় ঐক্যের ঘোষণা দেয়। তার একদিন পরই মান্নানকে তলব করলো দুদক।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!