• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘বিকেএসপিকে বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে’


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ৫, ২০১৬, ১১:৩৭ এএম
‘বিকেএসপিকে বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে’

ঢাকায় অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদার। গতকাল রোববার জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘সামনের বছর থেকে আঞ্চলিক বিকেএসপিগুলোকে পূর্ণাঙ্গ বিকেএসপি হিসেবে গড়ে তোলা হবে। জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবনে প্রশিক্ষণের জন্য নতুন নতুন বিভাগ খোলা হবে।’

গতকাল জাতীয় ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনেই তিনি তার বক্তব্যে এই কথাগুলো বলেন। ১৯৭৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার চালু হয়। শুরুর বছরে আটজনকে দেয়া হয়েছিল ক্রীড়া পুরস্কার। এরপর ছয় বছর এটি বন্ধ ছিল। রোববার ওসমানী মিলনায়তনে ২০১০, ২০১১ ও ২০১২ সাল এই তিন বছরের ৩৩ জনের হাতে জাতীয় ক্রীড়া পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এখন থেকে নিয়মিত ক্রীড়া পুরস্কার দেয়া হবে বলে প্রতিশ্র“তি দিয়ে বিরেন শিকদার বলেন, ‘এই পুরস্কার দেয়ার জন্য মন্ত্রণালয় থেকে একটি নীতিমালা তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে সেটি বাস্তবায়ন করা হবে।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!