• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিকেএসপিতে জিমিদের নিবিড় অনুশীলন


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৮, ২০১৭, ০৮:০৬ পিএম
বিকেএসপিতে জিমিদের নিবিড় অনুশীলন

ঢাকা: জার্মান কোচ অলিভার কার্টজের অধীনে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) জাতীয় হকি দলের নিবিড় অনুশীল চলছে। ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড টু উপলক্ষ্যে সপ্তাহখানেক ধরে অনুশীলনে ব্যস্ত জিমি-চয়নরা।

আগামী মার্চে ঢাকায় অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বের খেলা। এ প্রতিযোগিতায় অংশ নেবে স্বাগতিক বাংলাদেশসহ কানাডা, মিশর, ঘানা, ফিজি, ওমান, চীন ও শ্রীলংকা। এ টুর্নামেন্টেই ২০১৮ হকি বিশ্বকাপের দল চূড়ান্ত হবে। ওয়ার্ল্ড হকি লিগের গ্রুপসেরা দল, স্বাগতিক একটি দল ও মহাদেশীয় চ্যাম্পিয়নরা খেলার সুযোগ পাবে বিশ্বকাপে।

কানাডা, মিশর, চীনের মতো র‌্যাংকিংয়ে ২০-এর মধ্যে থাকা দলগুলোকে মোকাবেলা করতে হবে ৩২ নম্বরে থাকা বাংলাদেশকে। তাই মিশনটা যে খুব একটা সহজ হবে না সেটা জানান জার্মান কোচ, ‘প্রতিপক্ষরা আমাদের চেয়ে অনেক এগিয়ে। কাজটা তাই খুব সহজ হবে না। এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে ছেলেদের।’

ফেডারেশনের অভ্যন্তরীণ জটিলতায় এখনও চুক্তি হয়নি এই জার্মান কোচের সঙ্গে। তবে চুক্তির থেকে বেশি দলের পারফরম্যান্স নিয়েই ভাবিত কার্টজ, ‘হংকয়ে যুব এশিয়া কাপে দলের পারফরম্যান্স বিশ্লেষণ করছে ফেডারেশন। চুক্তি বাড়ানোর সিদ্ধান্তও তাদের হাতেই। আমি শুধু ভাবছি রাউন্ড টু’র আগে দক্ষিণ আফ্রিকায় যেতে পারলে দলের জন্য খুব ভালো হবে। ভিসা ও সরকারী ছাড়পত্রসহ সবকিছুই প্রক্রিয়াধীন আছে। আশা করছি, শিগগিরই ইতিবাচক কোন খবর পাব।’

দলীয় অধিনায়ক-ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি জানান, ‘টুর্নামেন্টটা খুব হাই লেভেলের। আমাদের লক্ষ্য থাকবে ভাল খেলার এবং থার্ড রাউন্ড কোয়ালিফাই করার। এই টুর্নামেন্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ’

ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন: জাহিদ হোসেন, অসিম গোপ, আবু সাইদ নিপ্পন, বিপ্লব, রেজাউল করিম, আহমেদ সিটুল, মামুনুর রহমান, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, ইমরান হাসান, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইম উদ্দিন, কামরুজ্জামান, রাসেল মাহমুদ, মাইনুল ইসলাম, পুস্কর সিা, আরশাদ হোসেন, মিলন হোসেন, কৃষ্ণকুমার দাস, তাপস বর্মন, দ্বীন ইসলাম ইমন, হাসান যুবায়ের, ফজলে হোসেন, মাহাবুব, সবুজ, শিশির ও রাকিন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!