• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিকেএসপিতে তামিমের ব্যাটে ‘কালবৈশাখী’


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ১৮, ২০১৭, ০৩:২৩ পিএম
বিকেএসপিতে তামিমের ব্যাটে ‘কালবৈশাখী’

ঢাকা: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সোনার হরফে লিখা হয়ে গিয়েছে তার নাম। ব্যাটিংয়ের অনেকগুলো রেকর্ডই নিজের দখলে নিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে সাফ্যলের মুকুটে আরও একটি পালক যোগ করলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেএসপিতে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ১২৫ বলে ১৫৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে নিজেকে নিয়ে গেলেন আরো উচ্চতায়।

এদিন মোহাম্মদ আশরাফুলের কলাবাগানের বিপক্ষে চলতি মৌসুমে নিজের প্রথম ম্যাচে অসাধারণ ব্যাটিং প্রদর্শনী উপহার দিলেন বাংলাদেশের হয়ে সব চেয়ে বেশি রানের মালিক তামিম। ১৮টি চার এবং ৭ টি ছক্কায় ১২৫ বলে ১৫৭ রান করলেন তিনি। সানজিতের বলে আউট হয়ে সাঝঘরে ফেরার আগে লিস্ট ‘এ’ ম্যাচে সর্বোচ্চ ব্যাক্তিগত রানের ইনিংস খেলেছেন এই ওপেনার।

এর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশর হয়ে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস ছিল তামিমেরই। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রান করেছিলেন তামিম। এবার নিজের সেই কীর্তিকেও ছাড়িয়ে গেলেন তিনি। ১৫৭ রানের এই ইনিংসটি খেলার পথে লিস্ট ‘এ’ ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলকও নিজের করে নিয়েছেন টাইগার ওপেনার। তামিমের দেড়শো রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করে মোহামেডান।

নিষেধাজ্ঞা থাকায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি তামিম। অধিনায়কের অনুপস্থিতি ভালভাবেই টের পেয়েছে সাদাকালো শিবির। ঐ ম্যাচে গাজী ক্রিকেটার্সের কাছে হেরেছে মোহামেডান।

গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) নিজেদের শেষ ম্যাচে আবাহনীর হয়ে ১৩২ বলে ১৪২ রানের এক অনবদ্য ইনিংস খেলেছিলেন টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। চলতি আসরে সেখান থেকেই শুরু করলেন তামিম। শুধু পরিবর্তন এসেছে দলে। গতবার আবাহনীর হয়ে খেলা তামিম চলতি ডিপিএলে যোগ দিয়েছেন মোহামেডানে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!