• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিচার বিভাগ নিয়ে অপব্যাখ্যা: প্রধান বিচারপতি


মৌলভীবাজার প্রতিনিধি জানুয়ারি ২, ২০১৭, ১০:২৮ পিএম
বিচার বিভাগ নিয়ে অপব্যাখ্যা: প্রধান বিচারপতি

মৌলভীবাজার: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সম্প্রতি কিছু ইলেকট্রনিক্স মিডিয়ায় ও কিছু বুদ্ধিজীবি টকশোর নামে বিচার বিভাগ নিয়ে ভুল অপব্যাখ্যা করছে।

রোববার (১ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিনহা।

এসময় তিনি তাদেরকে বিচার বিভাগকে নিয়ে অপব্যাখ্যা না করার আহবান জানান।

প্রধান বিচারপতি বলেন, গত ৭-৮ বছর ধরে বিনা কাজে বেতন নিচ্ছেন বিচারকরা। এটা একটি অপরাধ। এ কারণে দেশের আদালতগুলোতে ২ দশমিক ৭ মিলিয়ন মামলা বিচারাধীন রয়েছে।

জেলা ও দায়রা জজ মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আহম মুস্তফা কামাল, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা আইনজীবি সমিতির সভাপতি কামাল উদ্দিন আহমদ চৌধুরী।

মৌলভীবাজার গনপূর্ত বিভাগের তত্ত্বাবধানে চার তলা ভবনের নির্মাণ কাজে প্রায় ২৭ কোটি টাকা ব্যয় হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!