• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘বিচার বিভাগের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার আহ্বান’


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩, ২০১৭, ০৭:২৬ পিএম
‘বিচার বিভাগের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার আহ্বান’

ঢাকা: বিচার বিভাগের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা।

মঙ্গলবার(৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় তিনি এ আহবান জানান। তিনি বিচারকদের উদ্দেশ্যে বলেন, সময় মত কোর্টে আসবেন এবং এজলাসে বসবেন। বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ করবেন না।

দ্রত রায় লেখার ওপর গুরুত্বারোপ করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা। সংশ্লিষ্ট সূত্র বৈঠকে আলোচনার বিষয়গুলো নিশ্চিত করেছেন।

দুপুর সোয়া ২টা থেকে প্রায় ৩ টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠি হয়। এতে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ  নেন।

সাধারণত আদালত ও বিচার বিভাগীয় প্রশাসন কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয় ফুলকোর্ট সভায়।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!