• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিচারক শৃঙ্খলা বিধির গেজেট গ্রহণ করেছেন সুপ্রিম কোর্ট


আদালত প্রতিবেদক জানুয়ারি ৩, ২০১৮, ০২:৪১ পিএম
বিচারক শৃঙ্খলা বিধির গেজেট গ্রহণ করেছেন সুপ্রিম কোর্ট

ঢাকা : অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালার গেজেট গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার (৩ জানুয়ারি) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ সরকারের গেজেট গ্রহণ করে আদেশ দেন।

আদালত থেকে বেরিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা সাংবাদিকদের বলেন, আদালত গেজেটটি গ্রহণ করেছেন। তবে মাজদার হোসেন মামলার কার্যক্রম চলবে।

আদালতে এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ রাষ্ট্রপক্ষের অন্যান্য আইনজীবীরা। সরকার গত বছরের ১১ ডিসেম্বর অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করে।

গেজেট নিয়ে গত ১৬ নভেম্বর রাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী। ১৯৯৯ সালের মাসদার হোসেন মামলার রায়ে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা তৈরির বিষয়ে নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করে আপিল বিভাগ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!