• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালার আদেশ ২ জানুয়ারি


আদালত প্রতিবেদক ডিসেম্বর ১৩, ২০১৭, ১০:১৬ এএম
বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালার আদেশ ২ জানুয়ারি

ঢাকা: অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার বিষয়ে ২ জানুয়ারি আদেশ দেবেন আপিল বিভাগ। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে বিচারপতি ইমান আলীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

গত ১১ ডিসেম্বর সোমবার বিচারকদের চাকরির শৃংখলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করে সরকার।

গেজেট নিয়ে বিভিন্ন পক্ষ আলোচনা সমালোচনা করছেন। এ বিষয়ে দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এক সংবাদ সম্মেলের আয়োজন করেছেন।
২ জানুয়ারী দেশের সর্বোচ্চ আদালত গেজেট বিষয়ে আদেশ দেবেন।

১৯৯৯ সালে মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেন আদালত। তার মধ্যে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা সংক্রান্ত বিধিমালা প্রনণয়নের নির্দেশনাও ছিলো।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!