• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘বিচারকদের মর্যাদার জন্যই ষোড়শ সংশোধনী’


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মে ২৬, ২০১৬, ১০:০৩ পিএম
‘বিচারকদের মর্যাদার জন্যই ষোড়শ সংশোধনী’

আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সামরিক আইনে (মার্শাল ল) চাকরি হারিয়ে সুপ্রিম কোর্টের কোনো বিচারক যেন মর্যাদা না হারান সে জন্যই ষোড়শ সংশোধনী আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির হলরুমে সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিচার বিভাগ ও আইন বিভাগের মধ্যে বিতর্ক হলে ভয়ের কিছু নেই। এতে গণতন্ত্র সুদৃঢ় হয়। দেশে খুন করে হিরো হয়ে কূটনৈতিক মিশনে চাকরি পাওয়ার রীতি বন্ধ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।’

আইনমন্ত্রী বলেন, ‘এক সময়ে আমরা দেশে আইনের শাসন চেয়েছি, পেয়েছি সেনা শাসন। উন্নয়ন চেয়েছি, সন্ত্রাস পেয়েছি। নিজামী-মুজাহিদরা মুক্তিযুদ্ধের সময় নির্বিচারে মানুষ হত্যা করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারকের দেওয়া রায় কার্যকর করেছে সরকার।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি সভাপতি সারোয়ার ই আলমের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা ও জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

 

Wordbridge School
Link copied!