• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে মামলা চলবে


আদালত প্রতিবেদক মার্চ ১৫, ২০১৭, ১২:০৪ পিএম
বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে মামলা চলবে

ঢাকা: জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলা বাতিল চেয়ে তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও আপিল বিভাগের সাবেক বিচারপতি  ফজলুল হকের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে তার বিরুদ্ধে নিম্ন আদালতে দুদকের দায়ের করা মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার (১৫ মার্চ) বিচারপতি মো: শওকত হোসাইন ও বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এই আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল।

এর আগে ২০১০ সালের সেপ্টেম্বর মাসে বিচারপতি ফজলুল হকের মামলার কার্যকারিতা স্থগিত হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছিলেন আপিল বিভাগ।

বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ১৩ এপ্রিল দুদক রমনা থানায় মামলা করেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করলে ওই বছরের ১৫ সেপ্টেম্বর আদালত রুল জারি করেন ও মামলার কার্যক্রম স্থগিত করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!