• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিচারবহির্ভূত হত্যার কারণ জানতে চায় মানুষ


নিজস্ব প্রতিবেদক মে ২১, ২০১৮, ০৯:২৪ পিএম
বিচারবহির্ভূত হত্যার কারণ জানতে চায় মানুষ

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে গত কয়েকমাসে ৭২টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অথচ প্রতিটি মানুষের বিচার পাওয়ার অধিকার রয়েছে। দেশের মানুষ আজ জানতে চায় কেন এ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড?

সোমাবার (২১ মে) রাজধানীর কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাপা ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, রমজান এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পায়। বেশি লাভের আশায় ব্যবসায়ীরা মানুষের রক্ত শোষণ করে। অথচ পৃথিবীর অন্যান্য দেশে রমজানে সরকারসহ সব ব্যবসায়ীরা ভর্তুকি দিয়ে থাকে। কেবল বাংলাদেশেই এর ব্যতিক্রম।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, দেশের নো ম্যানস ল্যান্ডে এখনও সাড়ে চার লাখ রোহিঙ্গা মানবেতর জীবন-যাপন করছে। তারা ঠিকমত ইফতার ও সেহরি করেছে কি-না তার খোঁজ কেউ রাখে না। তাদেরকেও দেশে নিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এরশাদ বলেন, ব্যাংকে টাকা নেই। এর হিসেবও নেই। টাকাগুলো গেলো কোথায়? কে দেবে এর হিসেব! অনেকেরই বিদেশে ৪-৫টা বাড়ি। অথচ দেশের মানুষ ঠিকমতো খেতে পারছে না। দেশের সর্বত্রই এ বৈষম্য। এই বৈষম্য দূর করতে হলে আবারো জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাতে হবে।

জাপা দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে ইফতার মাহফিল পরিচালনা করেন সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল। সভায় আরো উপস্থিত ছিলেন, দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন প্রমুখ।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!