• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজিএমইএ’র আবেদনের শুনানি আগামী ৫ অক্টোবর


আদালত প্রতিবেদক সেপ্টেম্বর ১১, ২০১৭, ০১:০০ পিএম
বিজিএমইএ’র আবেদনের শুনানি আগামী ৫ অক্টোবর

বিজিএমইএ ভবন

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থেকে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয় সরাতে এক বছর সময় চেয়ে করা আবেদনের শুনানির জন্য আগামী ৫ অক্টোবর দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

সোমবার (১১ সেপ্টেম্বর)  দুপুরে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত শুনানির জন্য এ দিন নির্ধারণ করেন। আগামী ৫ অক্টোবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

আদালতে বিজিএমইএর পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী ও ব্যারিস্টার ইমতিয়াজ মঈনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!