• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজিবির অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ৮


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এপ্রিল ১২, ২০১৭, ০৩:৪৩ পিএম
বিজিবির অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ৮

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় আটজন মাদক চোরাকারবারীকে আটক করতে পারলেও তিনজন পালিয়ে যায়।

মঙ্গলবার (১১ এপ্রিল) গভীর রাতে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তের বাগিচাপাড়া ও হুদমাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম আবুল এহসান জানান, সীমান্ত এলাকায় অবস্থিত চোরাকারবারীদের বসত বাড়ীতে দেশীয় অস্ত্র ও চোরাচালানীর জন্য ব্যাপক ফেনসিডিল মজুদ আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে ৬টি দেশীয় অস্ত্র হাসুয়া ও ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ আটজন মাদক চোরাকারবারীকে আটক করা হয়।

তবে আটক মাদক চোরাকারবারীদের কাছ থেকে উদ্ধার ফেনসিডিল ও হাসুয়াসহ শিবগঞ্জ থানায় সোপর্দ করে পলাতক মাদক চোরাকারবারীদের নামে মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!