• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিজিবি’র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২১, ২০১৭, ০৮:১৯ পিএম
বিজিবি’র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ঢাকা : বিজিবি দিবস-২০১৭ উদ্‌যাপনের অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে পিলখানাস্থ বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবি’র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বিজিবি’র খেতাবপ্রাপ্ত দুজন বীরশ্রেষ্ঠ, ৭ জন বীর উত্তম, ৩০ জন বীর বিক্রম, ঢাকা অঞ্চলে বসবাসকারী ১২ জন বীর প্রতীক এবং ১ জন শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, এনডিসি, পিএসসি, পি ইঞ্জ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিজিবি’র মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছা উপহারসামগ্রী তুলে দেন। বিজিবি দিবস উপলক্ষে ঢাকা অঞ্চলের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলে বসবাসকারী বিজিবি’র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারকে বিজিবি’র সংশ্লিষ্ট রিজিয়ন/সেক্টরের ব্যবস্থাপনায় ইতিমধ্যে সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ ছাড়া বৃহস্পতিবার দুপুর ১২টার দিয়ে পিলখানাস্থ বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবি দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালকের দরবার অনুষ্ঠিত হয়। দরবার শেষে ২০১৭ সালে বিজিবি’র অপারেশনাল ও প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়। চোরাচালান দমনের ক্ষেত্রে ব্যাটালিয়ন পর্যায়ে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, টেকনাফ প্রথম স্থান, ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, যশোর দ্বিতীয় স্থান এবং সেক্টর পর্যায়ে কুমিল্লা সেক্টর প্রথম স্থান অধিকার করে।

২০১৭ সালে বিজিবি’র কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ৮০ জনকে মহাপরিচালকের অপারেশনাল প্রশংশাপত্র এবং ৮৬ জনকে মহাপরিচালকের প্রশাসনিক প্রশংসাপত্র প্রদান করা হয়। এ ছাড়া ৭ জনকে সুবেদার মেজর হতে অনারারী সহকারী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!