• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজেএমসির নতুন চেয়ারম্যান মাহমুদুল হাসান


নিজস্ব প্রতিবেদক  আগস্ট ৭, ২০১৬, ০৪:৩৯ পিএম
বিজেএমসির নতুন চেয়ারম্যান মাহমুদুল হাসান

বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিপিএটিসির (বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র) এমডিএস (মেম্বার ডিরেক্টিং স্টাফ) মো. মাহমুদুল হাসান।

রোববার (৭ আগস্ট) অতিরিক্ত সচিব মাহমুদুল হাসানকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। তিনি ১৯৮৪ সালের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

বিজেএমসি আগের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ূন খালেদের চুক্তির মেয়াদ চলতি বছরের ২৯ জুলাই শেষ হয়। বিজেএমসি সরকারি পাটকল নিয়ন্ত্রণ, পরিদর্শন ও সমন্বয়ের কাজ করে থাকে।

চেয়ারম্যানের নেতৃত্বে বোর্ড অব ডিরেক্টরসের মাধ্যমে বিজেএমসি পরিচালিত হয়। বর্তমানে এ সংস্থার অধীনে ৩টি নন জুট প্রতিষ্ঠানসহ মোট ২৬টি পাটকল রয়েছে। এরমধ্যে ঢাকা অঞ্চলের অধীনে ৭টি, চট্টগ্রাম অঞ্চলের অধীনে ১০টি এবং খুলনা অঞ্চলের অধীনে ৯টি মিল রয়েছে। আঞ্চলিক মিলগুলো দেখাশোনা ও সমন্বয়ের জন্য বিজেএমসির দুটি আঞ্চলিক কার্যালয় রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!