• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিজ্ঞানী স্টিফেন হকিং মারা গেছেন


বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক মার্চ ১৪, ২০১৮, ১০:২৫ এএম
বিজ্ঞানী স্টিফেন হকিং মারা গেছেন

ঢাকা: বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। হকিংয়ের পরিবারের বরাত দিয়ে খবরটি প্রচার করছে বিট্রিশ সংবাদ মাধ্যম বিবিসি।

এই বিট্রিশ বিজ্ঞানী ব্লাক হোল ও আপেক্ষিক শক্তি নিয়ে কাজ করেছেন। এছাড়াও, বিজ্ঞানের ওপর বহু বই রচনা করেছেন তিনি। তার মধ্যে বিখ্যাত ‘এ ব্রিফ হিস্ট্রি অব টাইম’।

তার সন্তান, লুচি, রবার্ট এবং টিম বলেছেন, ‘আমরা সত্যিই গভীরভাবে মর্মাহত যে আমরা আমাদের বাবাকে আজ হারালাম। তিনি অনেক বড় মাপের বিজ্ঞানী ছিলেন, তিনি বিশেষ মানুষ হয়েও বিশ্বের জন্য যা রেখে গেছেন তা বহু বছর মানুষ মনে রাখবে।’ 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!