• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিজয় দিবস থেকে ডট বাংলা ডোমেইনের নিবন্ধন


সচিবালয় প্রতিবেদক অক্টোবর ১৮, ২০১৬, ০৪:৩৬ পিএম
বিজয় দিবস থেকে ডট বাংলা ডোমেইনের নিবন্ধন

চলতি বছরের মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) থেকে গ্রাহক পর্যায়ে ডট বাংলা (.বাংলা) ডোমেইনের নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তারানা হালিম বলেন, ‘ডট বাংলা ডোমেইন চালুর ফলে এখন থেকে বাংলা ভাষায় ওয়েব ঠিকানা দেয়া যাবে। এর জন্য সার্ভার তৈরি হচ্ছে, অটোমেশন চলছে। ডিসেম্বর মাসের মধ্যেই সবকিছু চূড়ান্ত হবে। এটি চালু হলে এর মধ্য দিয়ে সাইবার ওয়ার্ল্ডে বাংলা ভাষার প্রচলন শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘ডোমেইন অনুমোদন পাওয়ার পর আমরা একদিনও বসে নেই। সার্ভিসটি চালু করার জন্য আমরা কাজ করছি।’

ইন্টারনেট জগতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডোমেইন (ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেম বা আইডিএন) ‘ডট বাংলা’ (.বাংলা)। ইন্টারনেটে একটি রাষ্ট্রের জাতীয় পরিচয়ের স্বীকৃতি হিসেবে কাজ করে এই ডোমেইন। 

এই ডোমেইন চালুর ফলে সারা বিশ্বের বাংলাভাষী মানুষ মাতৃভাষায় ইন্টারনেটে প্রবেশ করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে ডিজিটাল জগতে বাংলাদেশের আরো একধাপ অগ্রগতি বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশের পাশাপাশি ভারত সরকারের মাধ্যমে পশ্চিমবঙ্গ এবং সিয়েরা লিওন একই ডোমেনের আবেদন করেছিল। তবে বরাদ্ধ পায় বাংলাদেশ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!