• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিজয় দিবসে তারকারা


বিনোদন ডেস্ক  ডিসেম্বর ১৬, ২০১৭, ০৯:০৬ পিএম
বিজয় দিবসে তারকারা

ঢাকা: আনন্দ আর উৎসবের মধ্যদিয়ে সর্বস্তরের মানুষ পালন করেছে মহান বিজয় দিবস। বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে পিছিয়ে নেই শোবিজ ভুবনের তারকারাও। ফেসবুকের প্রোফাইল পিকচার পরিবর্তন করে, স্ট্যাটাস আর লাইভে এসে শুভেচ্ছা জানিয়েছেন বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

নায়ক শাকিব খান তার অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজে লেখেন, ‘আমার গর্বের দেশ বাংলাদেশ’।

নায়ক ও খল নায়ক ওমর সানি তার ফেসবুকে লিখেন, ‘৭ই মার্চ বঙ্গবন্ধুর অগ্নিঝরা ভাষনে গর্জে উঠে দলমত নির্বিশেষে এদেশের সাড়ে সাত কোটি বাঙ্গালী, এদেশ স্বাধীন করতে। তাদের রক্তের বিনিময়ে স্বাধীন হয় এদেশ ছিনিয়ে আনে তারা বিজয়। যার ফল শ্রুতিতে আমাদের দেশ আজ স্বাধীন আমরা ১৬ কোটি বাঙ্গালী স্বাধীন বিজয়ী।আজ আমাদের গৌরবের ৪৬ বছর বিজয়ের মাস ১৬ ডিসেম্বর। সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।'’

অভিনেত্রী মাহিয়া মাহি বললেন, ছোটবেলায় স্কুলে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার নোটিশ এলেই বিজয় দিবস উদ্‌যাপনের উত্তেজনা চেপে ধরত। সে সময় প্রতিবছর বিজয় দিবসে প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজে অংশ নিতাম আমি। স্কুলে স্কাউট করতাম, সেই সুবাদে বিশেষভাবে বিজয় দিবস উদ্‌যাপনের এই সুযোগটা পেতাম। ভোরবেলায় মাকে নিয়ে প্যারেড গ্রাউন্ডে যেতাম। কী যে ভালো লাগত!

এরপর নাইন-টেনে যখন পড়ি, তখন বিজয় দিবসটা আরও মজা করে উদ্‌যাপন করতাম। পাড়ার ছেলেরা গানের অনুষ্ঠানের আয়োজন করত। তাতে আমিও অংশ নিতাম। এখন অভিনয়ে ব্যস্ত হওয়ার কারণে সেভাবে আর বিজয় দিবস উদ্‌যাপন করা হয় না। তবে এখনো এই দিনে শহরে ঘুরে ঘুরে বিজয় দিবসের আলোকসজ্জা দেখতে খুব ভালো লাগে।

অন্যতম জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী তার ফেবুকে লিখেন, ‘স্বাধীনতার ৪৬ বছর! বাংলা ও বাঙালির এখন পর্যন্ত অর্জনের সেরা অধ্যায়! আমি গর্বিত এই দেশের সন্তান হিসেবে। আফসোস,মুক্তিযুদ্ধ দেখিনি, অনুমানও করতে পারি না কী ভয়াল সব দিন পার করে এসেছে আজকের স্বাধীনতা! যদি এমন হতো, আমিও দেশটার জন্য যুদ্ধের ময়দানে লড়ছি! ইশশ, যদি দেশটার জন্য কিছু করতে পারছি বলে ভাবতে পারতাম! মুক্তিযুদ্ধে সকল শহীদ প্রাণ ও আহত যোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে বাঁচুক আমার বাংলাদেশ।’

নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি ফেসবুকে লিখেন, ‘বছরে এই রকম এক দুই দিন আমি সত্যিই শব্দ দুষণ ভালোবাসি। দশ দিক থেকে ভেসে আসছে গায়ে কাঁটা দেয়া সব দেশের গান। আহা মধু। হে শব্দ, তুমি আরো দুষিত হও। আর বিশুদ্ধ করে দাও এই মন।’

বর্তমান সময়ের অন্যতম আলোচিত ও জনপ্রিয় নাকিয়া শবনম বুবলী। তিনিও বিজয় দিবসের শুভচ্ছা জানিয়ে লিখেন তার ফেসবুকে, ‘আমার দেশ, আমার অহংকার।’

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!