• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিজয়কে গালি দিয়ে বিতর্কে স্মিথ


ক্রীড়া ডেস্ক মার্চ ২৮, ২০১৭, ০৯:২৭ এএম
বিজয়কে গালি দিয়ে বিতর্কে স্মিথ

ঢাকা : ভারত-অস্ট্রেলিয়া সিরিজে বিতর্ক থামছেই না। পুণে থেকে যে উত্তাপ শুরু হয়েছিল সেটা বহাল থাকল ধর্মশালা পর্যন্ত। এবার ফিরে এল চিট বিতর্ক’ও।
সোমবার ঘটনার সূত্রপাত জস হ্যাজেলউডের বাতিল হয়ে যাওয়া ক্যাচ নিয়ে। স্লিপের সামনে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি তালুবন্দি করেন মুরালি বিজয়।

অস্ট্রেলিয়া অলআউট জেনে উচ্ছ্বাসিত বিজয় ফিরে যাচ্ছিলেন ড্রেসিংরুমের দিকে। ওদিকে রিপ্লে দেখে টিভি আম্পায়ারের মনে হয়, বিজয় ক্যাচ তালুবন্দি করার আগে বল মাটি ছুঁয়েছে। তিনি ক্যাচটি বাতিল করে দেন।

এ সময়ই অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের বারান্দায় ক্যামেরা ধরে স্মিথকে। তিনি উত্তেজিত হয়ে দুটি শব্দ উচ্চারণ করে চেয়ারে বসে পড়েন। অভিযোগ, স্মিথ বলেছেন,‘ চিট’। মনে করা হচ্ছে, সেই শব্দটি ইংরেজিতে পরিচিত ছাপার অযোগ্য একটি গালি। অস্ট্রেলিয়রা মাঠে প্রায়ই ব্যবহার করে থাকনে।

স্মিথের সেই ক্লিপ দ্রুতই ভাইরাল হয়ে যায়। বেঙ্গালুরুতে স্মিথ আউট হওয়ার পর নিজেদের ড্রেসিংরুমের দিকে তাকিয়ে ছিলেন ডিআরএস নিয়ে ইশারার জন্য। সেই ঘটনায় বলা হয়েছিল তিনি জোচ্চুরি করেছেন। সেই ঘটনার পাল্টা দিতেই কি স্মিথ বিজয়কে ‘চিট’ বললেন?

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!