• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রধানমন্ত্রীকে অবমাননা

বিডি জবসের সিইও ফাহিম গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৫, ২০১৮, ০৩:০০ পিএম
বিডি জবসের সিইও ফাহিম গ্রেপ্তার

ঢাকা: ফেসবুকে প্রধানমন্ত্রীকে অবমাননার অভিযোগে বিডিজবস প্রতিষ্ঠানের মালিক ও প্রধান নির্বাহী (সিইও) ফাহিম মাশরুরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ব্যাংক ভবনের অষ্টম তলায় অবস্থিত প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২২ এপ্রিল আল সাদিক নামে এক ব্যক্তি বাদী হয়ে কাফরুল থানায় তথ্যপ্রযুক্তি আইনে ফাহিম মাশরুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ফাহিম মাশরুরকে ৬ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।  

কাফরুল থানার ওসি সিকদার মো. শামিম জানান, মামলায় অভিযোগ করা হয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলন চলাকালে ফাহিম মাশরুর তার ফেসবুক আইডিতে কোটা সংস্কার নিয়ে কটাক্ষ করে মাননীয় প্রধানমন্ত্রীর একটি কার্টুন জুড়ে দেয়। সেখানে প্রধানমন্ত্রীকে ঘিরে অবমাননামূলক বক্তব্য লেখা হয়েছে। মামলায় এ সংক্রান্ত ফাহিম মাশরুরের ফেসবুকের বেশ কয়েকটি স্ক্রিনশট দেওয়া হয়েছে। মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।

এদিকে, আজ সকালে সাইবার ক্রাইম ইউনিটের একটি টিম কারওয়ান বাজারের বিডিজবসের অফিসে গিয়ে ফাহিম মাশরুরকে গ্রেপ্তার করে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!