• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদায় জেরার্ড


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৪, ২০১৬, ০৮:৪৪ পিএম
বিদায় জেরার্ড

ঢাকা : ফুটবলকে বিদায় বলবেন সেই ইঙ্গিতটা আগেই দিয়ে রেখেছিলেন স্টিভেন জেরার্ড। শেষ পর্যন্ত তাই করলেন। বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন জেরার্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল এল এ গ্যালাক্সিতে না ফেরার কথাও আগে জানিয়েছিলেন।

সাবেক ইংল্যান্ড ও লিভারপুল অধিনায়ক  জেরার্ড এবার আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় বলে দিলেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন ইংলিশ এই তারকা মিডফিল্ডার। নিজের অবসর প্রসঙ্গে জেরার্ড বলেন,‘ আমার ভবিষ্যত নিয়ে সংবাদমাধ্যমে সাম্প্রতিক গুঞ্জনের পর পেশাদার ফুটবল থেকে আমি অবসরের বিষয়টি নিশ্চিত করতে পারি।’

ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলে ১৯৯৮ সালে অভিষেক হয় জেরার্ডের। লিভারপুল ও ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিয়েছেন। জেরার্ড সময়ের সঙ্গে নিজেকে পরিণত করেছিলেন অন্যতম সেরা এক মিডফিল্ডার হিসেবে। লিভারপুলের হয়ে ৭১৪টি ম্যাচ খেলা এই মিডফিল্ডার ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ১১৪টি ম্যাচে। বিদায় বেলায়  জেরার্ড লিভারপুল, ইংল্যান্ড ও এল এ গ্যালাক্সির প্রতি কৃতজ্ঞতার কথা জানান।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!