• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিদায় পৃথিবী তবে রয়ে গেলাম গানের সুরে


মো: গোলাম মোস্তফা (দুঃখু) অক্টোবর ১৯, ২০১৮, ১২:৩১ পিএম
বিদায় পৃথিবী তবে রয়ে গেলাম গানের সুরে

বড় কষ্ট হচ্ছে তোমাদের চোখের জল দেখে !
তোমরা কান্না করো না ।

আমি আছি তোমাদের চার পাশে প্রকৃতির ছায়া হয়ে ।
আমার গানের সুরের মাঝে রয়ে যাবো ,
পৃথিবী যতদিন থাকবে ।

বড় ইচ্ছে করে আবার শক্ত করে গিটার ধরি ,
মনের সুরে দর্শকের সাথে !
বলে উঠি আমি আইয়ুব বাচ্চু ফিরে এসেছি ।

বলার ক্ষমতা নেই ! চোখের আলো নেই !
চিৎকার করে বলার বল নেই ।
মৃত্যু তোমার কেন আসতে হয় !
জীবন কে মেঘের আড়ালে নেবার জন্য ।

চোখ মেলে দেখার ইচ্ছে যে ,
শেষ হতে চায় না !
বিদায় পৃথিবী তবে রয়ে গেলাম গানের সুরে ।

লেখক:বিতার্কিক-শিক্ষার্থী,সাংবাদিকতা বিভাগ,পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,খুলশী,চট্টগ্রাম।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!