• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১২, ২০১৭, ০৮:২০ পিএম
বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর মগবাজার থেকে বিভিন্ন ব্রান্ডের ২১৬ বোতল বিদেশী মদ ও ১৬৮ ক্যান বিয়ারসহ দুলাল হোসেন ভূঁইয়া (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

মঙ্গলবার(১২ ডিসেম্বর)বেলা ১১ টার দিকে মগবাজার মোড় থেকে দুলালকে আটক করে ডিএনসি’র রমনা সার্কেল।

রমনা সার্কেল পরিদর্শক কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মগবাজার মোড়ে অভিযান চালানো হয়। এ সময় অ্যালিয়ন ব্রান্ডের একটি প্রাইভেট কারসহ (নম্বর-গ-২৫-৮৩৬৩) দুলালকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ব্ল্যাক লেভেল, হোয়াই এন্ড ম্যাকি ব্ল্যাক, রামসহ বিভিন্ন ব্যান্ডের ২১৬ বোতল বিদেশী মদ ও ১৬৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

এছাড়া দুলালের কাছ থেকে মাদক বিক্রির ৩ লাখ ৬১ হাজার টাকা এবং ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।  কামরুল জানান, দুলাল তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগে গত বছরের ২২ ডিসেম্বর ৩ হাজার ক্যান বিয়ার ও ১টি অত্যাধুনিক জীপ ও ১টি প্রাইভেটকারসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জামিনে মুক্তি পেয়ে সে আবারও মাদক ব্যবসা শুরু করে। এ ঘটনায় রমনা থানায় মামলা দায়ের হয়েছে। 

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!