• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে গণশুনানি শুরু


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৫, ২০১৭, ০৩:২৯ পিএম
বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে গণশুনানি শুরু

ঢাকা: ২০১৫ সালের পর আবারো বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছে পিডিবি। পাইকারি বিদ্যুতের দাম প্রতি ইউনিট ১৪.৭৮ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে তারা। অন্যদিকে বিইআরসি ১১.৭৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে।

এমতাবস্থায়, সোমবার রাজধানীর টিসিবি ভবনে বিদ্যুতের দাম বৃদ্ধির সুপারিশ নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) গণশুনানি শুরু হয়েছে। বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে ছয় বিতরণ কোম্পানির প্রস্তাবের ওপর চলছে এই গণশুনানি।

গণশুনানি শুরুর ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত ঘোষণা করবে বিইআরসি।

সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর বিদ্যুতের দাম বাড়ানো হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!