• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদ্যুৎ-পানি ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান


বিশেষ প্রতিনিধি জুলাই ৭, ২০১৮, ০১:১৬ পিএম
বিদ্যুৎ-পানি ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান

ঢাকা: বিদ্যুৎ ও পানি ব্যবহারে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মনে করেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠলে দেশে অভাব-দারিদ্রতা থাকবে না।

শনিবার (৭ জুলাই) সকালে রাজধানীর মতিঝিলে সরকারি কর্মচারীদের জন্য ৪টি ২০ তলা আবাসিক ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান উন্নয়নের জন্য ১২৩ শতাংশ বেতন বাড়ানো হয়েছে।

সরকার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে। ভতুর্কি দিচ্ছে পানি সঞ্চালনেও। তাই বিদ্যুত-পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পূরণ করা হবে।

শিশু কিশোদের মানসিক বিকাশে সরকারি আবাসিক এলাকাগুলোতে খেলার মাঠ তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জলাধার তৈরি করে পরিবেশের ভারসাম্য রক্ষার উপরও জোর দেন তিনি।


সোনালীনিউজ/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!