• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিদ্যুৎ স্থাপনায় নাশকতা করলে ১০ বছর কারাদণ্ড


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৮, ২০১৬, ০৩:৪২ পিএম
বিদ্যুৎ স্থাপনায় নাশকতা করলে ১০ বছর কারাদণ্ড

বিদ্যুৎ স্থাপনায় নাশকতার জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ১০ কোটি টাকা জরিমানার বিধান রেখে বিদ্যুৎ আইন ২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে আজ সোমবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান। এছাড়া প্রস্তাবিত আইনে বিদ্যুৎ চুরিরোধে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নেতৃত্বে একটি গোয়েন্দা সেল গঠনের প্রস্তাব করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদসচিব।

তিনি আরও জানান, নতুন বিদ্যুৎ আইন অনুযায়ী বিদ্যুৎ খাতের ব্যবস্থাপনার জন্য ইনডিপেনডেন্ট সিসটেম অপারেটর (আইএসও) প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া নিয়োগ পাবেন প্রধান বিদ্যুৎ পরিদর্শক। পাওয়ার সেলকে নতুন আইনের আওতায় আনা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!