• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদ্রোহে উসকানি মামলায় মান্নার জামিন স্থগিত


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৪, ২০১৬, ১২:১৭ পিএম
বিদ্রোহে উসকানি মামলায় মান্নার জামিন স্থগিত

রাজধানীর গুলশান থানায় দায়ের করা সেনা বিদ্রোহে উসকানি মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে সোমবার (১৪ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ জামিনাদেশ স্থগিত করে ২৭ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবির আদেশ দেন। এর আগে, গত বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে গুলশান থানার এই মামলায় মান্নাকে জামিন দেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি মান্নাকে গ্রেপ্তারের পর পরদিন সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে গুলশান থানায় মান্নার বিরুদ্ধে এই মামলাটি হয়। একই ঘটনায় ওই বছর ৫ মার্চ রাষ্ট্রদ্রোহের অভিযোগে আরেকটি মামলা হয়।

এ দুই মামলায় হাইকোর্টে জামিন আবেদনের পর ২১ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। এর মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলায় রুলের চূড়ান্ত শুনানি শেষে ৩০ আগস্ট মান্নাকে জামিন দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। এটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School

আরও পড়ুন