• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিনম্র শ্রদ্ধায় পাবনায় বিজয় দিবস পালিত


পাবনা প্রতিনিধি ডিসেম্বর ১৬, ২০১৬, ১২:১২ পিএম
বিনম্র শ্রদ্ধায় পাবনায় বিজয় দিবস পালিত

পাবনা: বিনম্র শ্রদ্ধা আর নানা আয়োজনে পাবনায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। প্রথম প্রহরে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে পাবনা জেলা পুলিশ প্যারেড ময়দানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।

এরপর দিবসের প্রথম প্রহর ও প্রত্যুষে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ‘দুর্জয় পাবনা’য় যারা পুস্পার্ঘ অর্পন করেন- পাবনা সদর আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, জেলা প্রশাসক রেখা রানী বালো, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা আওয়ামী লীগ, পাবনা প্রেসক্লাব, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রদল, যুবদল, সরকারি অ্যাডওয়ার্ড কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, সরকারী মহিলা কলেজ, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, পাবনা কলেজ, পাবনা পৌরসভা, সদর উপজেলা পরিষদ, যাযাদি ফ্রেন্ডস ফোরামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি ও রাজনৈতিক সংগঠন।

এ সময় স্মৃতিস্তম্ভে নানা পেশাজীবিরা মহান মুক্তিযুদ্ধের জীবন উৎসর্গকারী সেইসব বীর সেনানীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। এছাড়াও সরকারি বেসরকারি উদ্যোগে আলোকসজ্জা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, হাতের লেখা প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!