• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিনা টিকেটে মুমিনুল-মোস্তাফিজদের খেলা দেখবে স্কুল পড়ুয়ারা


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ৭, ২০১৮, ০৭:৫৫ পিএম
বিনা টিকেটে মুমিনুল-মোস্তাফিজদের খেলা দেখবে স্কুল পড়ুয়ারা

ঢাকা: চট্টগ্রাম টেস্ট ড্র হওয়ায় জমে উঠেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যেকার টেস্ট সিরিজ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে দ্বিতীয় ও শেষ টেস্ট। মুমিনুল-মোস্তাফিজদের খেলা বিনা টিকেটে দেখতে পারবেন স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষে বিষয়টি নিশ্চিত করার হয়েছে। এই টেস্টের পাঁচদিনই বিনা টিকেটে খেলা দেখতে পারবেন স্কুল পড়ুয়ারা। এজন্য শিক্ষার্থীদের তাদের নিজ নিজ স্কুলের ইউনিফর্ম পড়ে আসতে হবে ও পরিচয়পত্র সাথে আনতে হবে। তবেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন শিক্ষার্থীরা। সিরিজের দ্বিতীয় টেস্টের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গত ৩১ জানুয়ারি থেকে শুরু হয়েছিলো বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। ঐ ম্যাচেও একই নিয়মে টেস্ট দেখা সুযোগ ছিলো শিক্ষার্থীদের। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিলো।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!