• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান


মুন্সীগঞ্জ প্রতিনিধি এপ্রিল ২৮, ২০১৭, ০১:১২ পিএম
বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান

মুন্সীগঞ্জ: জেলার টঙ্গীবাড়ি উপজেলায় আলহাজ্ব তাফাজ্জল হোসেন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যেগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কামারখাড়ার উত্তর নশংকর গ্রামে চিকিৎসক মো. শফিকুস সালেহীন এর তত্ত্বাবধানে ৫ জন চিকিৎসকের মাধ্যমে এই চিকিৎসাসেবা দিনব্যাপী কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ৪০০ গরীব দুস্থদের স্বাস্থ্যসেবা ও দ্যা একমি লিমিটেডের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। প্রতিষ্ঠানটির ১৫তম সামাজসেবামূলক কার্যক্রমের দায়িত্ব ছিলেন কর্ণধার আলহাজ্ব হারুন অর রশিদ।

অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, ট্রাস্টের উপদেষ্টা আলহাজ্ব ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. সহিদ ঢালী, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম নিকসন। দ্যা একমি লিমিটেডের এ,স,এম শান্ত কুমার ঘোষ, আর, এম, এম মনিরুল হক, সিনিয়র ম্যানেজার মো. আসলাম হোসেন, এমপিও মো. অলিউর রহমান।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!