• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিপিএল মাতাতে ঢাকায় আফ্রিদি


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৮, ২০১৭, ০৩:৩৯ পিএম
বিপিএল মাতাতে ঢাকায় আফ্রিদি

ঢাকা: গত ৪ নভেম্বর মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। আজই শেষ হচ্ছে সিলেট পর্ব। আগামী ১১ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের দ্বিতীয় পর্ব। ঢাকা পর্বের আগেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসে যোগ দিলেন পাকিস্তানের বুমবুম খ্যাত সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে ঢাকায় পৌঁছেছেন ৩৭ বছর বয়সী পাকিস্তানের এই সাবেক অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ডায়নামাইটস। এরইমধ্যে দুইটি ম্যাচ খেলে ফেলেছে ডাকা ডায়নামাইটস। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেটের কাছে হারলেও পরের ম্যাচে নিজেদের শক্তি দেখিয়েছে সাকিব আল হাসানের দল। আফ্রিদি যোগ দেয়ার পর নিশ্চিতভাবেই আরও শক্তিশালী হবে দলটি।

আগামী ১১ নভেম্বর ঘরের মাঠ ঢাকায় চলমান বিপিএলের দ্বিতীয় পর্বে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। ধারণা করা হচ্ছে সিলেট সিক্সার্সের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার সেই ম্যাচ থেকেই বিপিএলের এবারের আসরে যাত্রা শুরু হবে আফ্রিদির।

উল্লেখ্য, বিপিএল মাতাতে তারকাসমৃদ্ধ দলটিতে ইতোমধ্যে যোগ দিয়েছেন বিশ্বব্যপী টি-টোয়েন্টি ক্রিকেট ফেরি করে বেড়ানো কুমার সাঙ্গাকারা, এভিন লুইস, কেভন কুপার, সুনীল নারাইন, রন্সফোর্ড বিটন, কিরন পোলার্ড ও আদিল রশিদ, ক্যামেরন ডেলপোর্ট, জো ডেনলিদের মতো একাধিক তারকা পারফরমার। তবে এ তালিকার বাইরে এখনো রয়েছেন শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমিররা।

ঢাকার হয়ে খেলার কথা ছিলো অস্ট্রেলীয় অলরাউন্ডার শেন ওয়াটসনের। তবে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় এবারের আসর থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার এই তারকা।

ঢাকা ডায়নামাইটস:
দেশি খেলোয়াড়: সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার, মোহাম্মদ শহীদ, জহুরুল ইসলাম, মেহেদী মারুফ, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব, সাদমান ইসলাম, নূর আলম সাদ্দাম ও খালেদ আহমেদ।

বিদেশি খেলোয়াড়: কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, সুনীল নারাইন, মোহাম্মদ আমির, এভিন লুইস, কেভন কুপার, রন্সফোর্ড বিটন, রোভম্যান পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, জো ডেনলি, আকিল হোসেইন, শাহীন শাহ আফ্রিদি, কিরন পোলার্ড ও আদিল রশিদ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!