• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিপিএলে বিদেশি তারকারা কে কোন দলে


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৩, ২০১৭, ০৯:৩৬ এএম
বিপিএলে বিদেশি তারকারা কে কোন দলে

ঢাকা: বিপিএলের অন্যতম আকর্ষণ বিদেশি তারকা ক্রিকেটার। গতবারের তুলনায় এবার বিদেশি তারকাদের উপস্থিতি থাকবে বেশি। প্রতিটি দল যে বিদেশি কোটায় পাঁচজন করে খেলাতে পারবেন। এই প্রথম বাংলাদেশের জমজমাট ঘরোয়া আসরে খেলতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। এক নজরে দেখে নেই বিপিএলের পঞ্চম আসরে বিদেশি তারকারা কে কোন দলে খেলছেন।

রংপুর রাইডার্স: ব্রেন্ডন ম্যাককালাম, রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, ক্রিস গেইল, স্যাম হেইন, সামিউল্লাহ শেনওয়ারি, জহির খান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: মার্লন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, হাসান আলী, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, রশিদ খান, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, কলিন মানরো, ফখর জামান, সলোমান মীর, রুম্মন রইস।

চিটাগং ভাইকিংস: লুক রনকি, লিয়াম ডসন, জীবন মেন্ডিস, সিকান্দার রাজা, জার্মেইন ব্ল্যাকউড, দিলশান মুনাবিরা, মিসবাহ-উল-হক, নাজিবুল্লাহ জাদরান, লুইস রিস।

খুলনা টাইটান্স: জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, সেকুগে প্রসন্ন, বেনি হাওয়েল, ডেভিড মালান, রাইলি রুশো, কাইল অ্যাবট, ক্রিস লিন, কার্লোস ব্রেথওয়েট, চ্যাডউইক ওয়ালটন, শিহান জয়াসুরিয়া, জফরা আর্চার।

রাজশাহী কিংস: লুক রাইট, কেশরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, ম্যালকম ওয়েলার, সামিত প্যাটেল, মোহাম্মদ সামি, জেমস ফ্রাঙ্কলিন, উসামা মীর, রাজা আলী দার

সিলেট সিক্সার্স:  লিয়াম প্ল্যাঙ্কেট, রস হোয়াইটলি, আন্দ্রে ফ্লেচার, আন্দ্রে ম্যাকার্থি, ক্রিসমার সান্তোকি, বাবর আজম, উসমান খান, গুলাম মুদাসসর, উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, চতুরাঙ্গা ডি সিলভা, দাসুন শানাকা, হাসারাঙ্গা।

ঢাকা ডায়নামাইটস: কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমির, শাহেন শাহ আফ্রিদি, রোভম্যান পাওয়েল, রন্সফোর্ড বিটন, এভিন লুইস, সুনিল নারাইন, কেভন কুপার, ক্যামেরন ডেলপোর্ট, জো ডেনলি, আকেল হোসেইন।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!