• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিভিন্ন নদ-নদীর ৪৭টি পয়েন্টে পানি বৃদ্ধি


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩০, ২০১৭, ০৫:৪৮ পিএম
বিভিন্ন নদ-নদীর ৪৭টি পয়েন্টে পানি বৃদ্ধি

ঢাকা: দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ দিয়ে সরকারিভাবে বলা হয়েছে,  নদ-নদীর ৪৭টি পয়েন্টে পানি বৃদ্ধি ও ৩৯টিতে হ্রাস পেয়েছে।

বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সকল পয়েন্টের পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া চারটি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার(৩০ সেপ্টেম্বর) এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা, সুরমা ও কুশিয়ারা নদীর নদী সমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে।

ব্রহ্মপুত্র ও যমুনা নদী সমুহের পানি সমতল বৃদ্ধি আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় গঙ্গা পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। আপরদিকে পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।

শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়া ৯০ মিলিমিটার, চিলমারী ৮৯ মিলিমিটার, কুড়িগ্রাম ৭৮ মিলিমিটার, ময়মনসিংহে ৭৫ দশমিক ৬ মিলিমিটার ও নাকুয়াগাঁও ৭৫ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!