• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিভিন্ন নদ-নদীর ৮০ পয়েন্টে পানি হ্রাস


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১১, ২০১৭, ০৯:৫৫ পিএম
বিভিন্ন নদ-নদীর ৮০ পয়েন্টে পানি হ্রাস

ঢাকা: দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৮০টি পয়েন্টের পানি হ্রাস ও আটটির বৃদ্ধি পেয়েছে।

বুধবার(১১ অক্টোবর) সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সকল পয়েন্টের পানি বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া দুটি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা গঙ্গা-পদ্মা এবং সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে।  ব্রহ্মপুত্র-যমুনা গঙ্গা-পদ্মা এবং সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস আগামী ৪৮ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।

বুধবার সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজশাহী ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!