• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিমান হামলায় শীর্ষ আইএস নেতার মৃত্যু?


আন্তর্জাতিক ডেস্ক জুন ১৬, ২০১৭, ১০:৩৭ পিএম
বিমান হামলায় শীর্ষ আইএস নেতার মৃত্যু?

ঢাকা: রাশিয়ার বিমান হামলায় ইসলামিক স্টেট (আইএস) শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদি গতমাসে নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো শুক্রবার (১৬ জুন) এই খবর প্রকাশ করেছে। আসলেই তিনি নিহত হয়েছেন কি-না সে ব্যাপারে ষ্পষ্ট করে কিছুই বলেনি রাশিয়া।

রয়টার্স জানিয়েছে, এর আগেও বেশ কয়েকবার বাগদাদির মৃত্যুর গুজব শোনা যায়। তবে প্রতিবারই বাগদাদিকে বেঁচে থাকতে দেখা যায়। মে মাসে সিরিয়ার রাকায় আইএস এর শীর্ষ নেতাদের এক বৈঠক চলছিল। সে সময় সেখানে বিমান হামলা চালায় রুশ বাহিনী।

ওই বৈঠকে বাগদাদিও ছিলেন এবং বিমান হামলায় তিনিও নিহত হয়েছেন বলে ধারণা পাওয়ার পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তা পরীক্ষা করে দেখছে বলে জানানো হয় রয়টার্সের প্রতিবেদনে। আল কায়েদার একটি অংশকে নিয়ে ২০০২ সালের দিকে ইসলামিক স্টেট ইন ইরাক (আইএসআই) গড়ে তোলেন বাগদাদি। তার নেতৃত্বেই অল্প কিছুদিনের মধ্যে ক্ষমতাশালী সংগঠনে পরিণত হয় আইএসআই। 

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!