• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিমানবন্দর থানার দুই পুলিশকে ডাকলো হাইকোর্ট


আদালত প্রতিবেদক এপ্রিল ১০, ২০১৭, ০৫:১৮ পিএম
বিমানবন্দর থানার দুই পুলিশকে ডাকলো হাইকোর্ট

ঢাকা: সোনা চোরাচালানের এক মামলায় চার্জশিট দিতে গাফিলতি করায় তার ব্যাখ্যা দিতে রাজধানীর বিমানবন্দর থানার ওসি ও সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২২ মে এই দুই পুলিশ কর্মকর্তাকে হাজির হতে বলা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) ওই মামলার আসামির জামিন শুনানিকালে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ।

পরে আদালত থেকে বেরিয়ে সহকারি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ বলেন, ২০১৬ সালের জানুয়ারি মাসে দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইটের যাত্রী মফিজুল ইসলামের কাছ থেকে ১৩ পিস স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ। পরে বিমানবন্দর থানায় মামলা করা হয়।

আসামি মফিজুল ইসলাম নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন। ওই জামিন আবেদনের শুনানিকালে আদালত দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও মামলার চার্জশিট না দেওয়ায় বিমানবন্দর থানার ও সংশ্লিষ্ট তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে তলব করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!