• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিমানবন্দরের নিরাপত্তা সহায়তার প্রস্তাব যুক্তরাষ্ট্রের


নিজস্ব প্রতিবেদক জুন ২৯, ২০১৬, ০৩:৫৮ পিএম
বিমানবন্দরের নিরাপত্তা সহায়তার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে সহায়তার প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার (২৯ জুন) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মার্কিন কংগ্রেসম্যান ফ্রাংক লভিয়েন্দোর নেতৃত্বে পাঁচ সদেস্যের একটি প্রতিনিধিদল বৈঠক করে আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব দেন।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দুপুরে সচিবালয়ে আসেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মার্কিন কংগ্রেসম্যান বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সরকারের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট। বিমানবন্দরে নিরাপত্তায় বাংলাদেশ সরকার অনেক কাজ করছে। আমরা মূলত বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে সহায়তার প্রস্তাব দিয়েছি।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!