• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিয়েতে লাল শাড়ি পরা হয় যে কারণে


লাইফস্টাইল ডেস্ক মে ২৯, ২০১৬, ১০:৪৯ এএম
বিয়েতে লাল শাড়ি পরা হয় যে কারণে

বিয়ে মানেই রঙীন শাড়ি। বিয়ের দিন সাধারণত লাল শাড়ি পরে কনে। ইদানিং লাল ছাড়াও বেগুনী, নীল, সবুজ, গোলাপী ইত্যাদি রঙের শাড়ি পরতে দেখা যায়। তবে প্রাচীনকাল থেকেই বিয়েতে লাল শাড়ির ব্যবহার চলছে।

আধুনিক বিজ্ঞান মতে, রঙ মানুষের মনকে প্রভাবিত করতে পারে। যেমন কোনও হাল্কা বা সাদা রঙ মনকে শান্ত ও স্নিগ্ধ করে তোলে। ঠিক তেমনই কৃষ্ণচূড়ার লাল রঙ প্রেমিক প্রেমিকার মনকে রাঙিয়ে তুলতে সক্ষম।

আবার কালো রঙ নির্বাক শোক ও প্রতিবাদের ভাষা হিসেবেই ধরা হয়। সেক্ষেত্রে বিয়ের দিনে লাল বেনারসী পরিহিতা নববধূকে দেখে যেমন মোহময়ী লাগে তেমনই বরের চোখও ঘনিয়ে আসে ভালবাসার নেশায়। তখনই বুকের মধ্য জ্বলে ওঠে প্রেমের আগুণ এবং উথলে ওঠে আবেগ। অর্থাৎ লাল রঙ যেন মানুষের কামনা-বাসনা, ভালবাসার মূর্ত প্রতীক হয়ে ওঠে। ওই রঙ যেন যৌবনের দূত।

সোনালীনিউজ/ঢাকা/আমা

Wordbridge School
Link copied!