• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিরাটকে বদলে দিয়েছে বাবা প্রেম কোহলির মৃত্যু


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৪, ২০১৮, ০৭:০৭ পিএম
বিরাটকে বদলে দিয়েছে বাবা প্রেম কোহলির মৃত্যু

ফাইল ছবি

ঢাকা: আজকের ক্রিকেট দুনিয়ায় এক আলোচিত নাম বিরাট কোহলি। বিশ্বসেরা ব্যাটসম্যানদের একজন। কিন্তু জানেন কি? এই কোহলি কিভাবে এত বড় তারকা হলেন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের জীবনের অজানা অনেক ঘটনা সম্প্রতি প্রকাশ করেছে ন্যাশনাল জিওগ্রাফি।  

জানা গেছে, ২০০৬ সালে প্রথম রঞ্জি ট্রফিতে অংশ নেন বিরাট কোহলি। কর্নাটকের বিপক্ষে সেই ম্যাচের প্রথম দিনে ৪০ রান নিয়ে অপরাজিত ছিলেন কোহলি। এই ম্যাচে খেলার সময় বাবা প্রেম কোহলিকে হারান তিনি। বাবাকে চিরতরে হারিয়ে পরের দিন সকালে আবারও ব্যাট হাতে মাঠে নেমে ৯০ রানের ইনিংস খেলে চাপে থাকা দলকে উদ্ধার করেন কোহলি।

জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ন্যাশনাল জিওগ্রাফিকে দেয়া এক সাক্ষাৎকারে বিরাট কোহলি বলেছেন, আমার হাতের ওপরেই মারা যান বাবা। ভোর তখন তিনটে। বাবাকে কোনো চিকিৎসা দিতে পারিনি। প্রতিবেশীদের থেকে সাহায্য পাওয়ার চেষ্টা করেছিলাম। যাদের ডাক্তার বলে চিনতাম, তাদের ফোন করেছিলাম। কিন্তু এত রাত হয়ে গিয়েছিল যে, কেউই সাড়া দেননি। যখন অ্যাম্বুলেন্স ও অন্যান্য ব্যবস্থা করা গেল, ততক্ষণে সব শেষ।

বাবার আগ্রহেই ক্রিকেটকে ক্যারিয়ার হিসাবে বেছে নেন বিরাট কোহলি। কোহলি বলেন, বাবার মৃত্যুর ঘটনা আমার ফোকাস বাড়িয়ে দিয়েছিল। অন্য আর সব কিছুতে আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। বাবার স্বপ্ন পূরণ করতে সব এনার্জি এক জায়গায় এনে ফেলেছিলাম। আমারও অবশ্য একই স্বপ্ন ছিল।

বাবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজের সর্বোচ্চ দিয়ে ক্রিকেট খেলে যাওয়া কোহলি এখন বিশ্বের নাম্বার ওয়ান ক্রিকেটার। বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। ক্রিকেটের তিন ফর্মেটে ইতিমধ্যে ৫৮টি সেঞ্চুরি করেছেন ভারতীয় এ অধিনায়ক। তার সম্পর্কে ক্রিকেট বিশ্লেষকরা বলে থাকেন, ১০০টি সেঞ্চুরি করা কিংবদন্তি ক্রিকেটার শচীনকেও ছাড়িয়ে যাবেন কোহলি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!