• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশেষ কিছু করার জন্য মুখিয়ে ফিন


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৯, ২০১৬, ০১:০৫ পিএম
বিশেষ কিছু করার জন্য মুখিয়ে ফিন

ওয়ানডেতে রেকর্ডটা যতোই ভালো হোক না কেন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স মোটেও ভালো নয়। এ পর্যন্ত ইংলিশদের বিপক্ষে আটটি টেস্টে মাঠে নেমে সবগুলিতেই বেশ বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। ক্রিকেটের সবচেয়ে অভিজাত দেশটির বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে ছোট হারটি সাত উইকেটের!

বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের অন্য বোলারদের চেয়ে স্টিফেন ফিনের রেকর্ডটা চমৎকার। টাইগারদের বিপক্ষে ৪ ম্যাচের আট ইনিংসে ১৯ উইকেট নিয়েছেন ফিন। যার মধ্যে ২০১০ সালে বাংলাদেশ ইংল্যান্ড সফরেই ১৫ উইকেট নেন এই দীর্ঘদেহী বোলার। এবারের বাংলাদেশ সফরটাকেও স্মরণীয় করে রাখতে চান ফিন। তিনি বলেন, ‘বাংলাদেশে এসে বেশ ভালো অনুভব করছি। প্রস্তুতি ম্যাচেও বোলিংটাও বেশ ভালো হয়েছে। আর উপমহাদেশের মাটিতে আমার রেকর্ডটা বেশ ভালো। আশা করছি বাংলাদেশ সফরে আরো ভালো কিছু হবে।’ জেমস অ্যান্ডরসন নেই তাই বোলিংয়ে ফিনের ওপর থাকছে বাড়তি দায়িত্ব।

বিষয়টা বোঝেন ফিনও। তবে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ নয় এখানকার গরম আবহাওয়াকেই বেশি ভয় পাচ্ছেন এই পেসার। ‘এখানকার আবহাওয়া বেশ উষ্ণ। বিশেষ করে ম্যাচ শুরুর প্রথম তিন ঘন্টা আর শেষ বিকেলে আবহাওয়া বেশ গরম থাকে। এই সময়গুলোতে আমাদের সাবধান থাকতে হবে এবং পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে হতে পারে।’

ইংল্যান্ডের বিপক্ষে স্বভাবতই স্পিন উইকেট বানাবে বাংলাদেশ। তবে এটা নিয়ে চিন্তিত নন ফিন। তিনি উইকেট থেকে রিভার্স সুইং আদায় করতে চান। ‘আমি উপমহাদেশে বোলিং করাটাকে সব সময় উপভোগ করি। উইকেট থেকে রিভার্স সুইংসহ সকল প্রকার সুবিধা আদায় করতে চাই।’ সূত্র: ক্রিকবাজ

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!