• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্ব আজ কলম ধরেছে


মোঃ গোলাম মোস্তাফা (দুঃখু) ডিসেম্বর ১৬, ২০১৭, ০২:৩৬ পিএম
বিশ্ব আজ কলম ধরেছে

এমন হতো যদি,
সকালের আওয়াজ আমি বাঙ্গালি।

সোনার বাংলা বলতে চায়,
তোমার স্বাধীনতার কবিতা।

বিশ্ব আজ কলম ধরেছে,  
তোমার কবিতার নাম লিখতে।

তুমি নেই, তবুও আছো
বাঙ্গালির প্রাণে জাতির জনক হয়ে।

তুমি কি দেখতে পাও,
তোমার কি বলতে ইচ্ছে করে।

আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি ।

পাখি কথা বলে সুরের মাঝে
তুমি নেতা আছো,  বাঙ্গালির মনে
সোনার বাংলা হয়ে ।

এমন হতো যদি
সোনার বাংলাদেশ দুর্নীতি মুক্ত,
মুক্তির আওয়াজ।

 রাষ্ট্র আছে,  সংসদ আছে
নেই শুধু তোমার আওয়াজ।

বাতাসে তোমার কবিতা ভেসে বেড়ায়,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

মানবিকতার আকাশ দেখিয়েছে,
তোমার বাংলাদেশ।
   
বিশ্ব আজ লিখবে
বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ।

লেখক: শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম।

Wordbridge School
Link copied!