• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ব ইজতেমার জন্য চলবে বিশেষ ট্রেন


জ্যেষ্ঠ প্রতিবেদক জানুয়ারি ১০, ২০১৮, ০৯:১৯ পিএম
বিশ্ব ইজতেমার জন্য চলবে বিশেষ ট্রেন

ঢাকা: রাজধানীর টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লীগণের ভ্রমণের সুবিধার্থে আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এই সময়ে টঙ্গী স্টেশনে সকল ট্রেন দুই মিনিটের জন্য দাঁড়াবে বলে জাননো হয়েছে।

বুধবার(১০ জানুয়ারি) রেলওয়ে জানিয়েছে, ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে যাত্রীদের সুবিধার্থে

ট্রেনের সময়সূচী:

( ক) আখেরী মোনাজাতের আগে ১২ ও ১৩ জানুয়ারিঃ

রুট: জামালপুর- টঙ্গী     জামালপুর: সকাল ৯-১৫ মিঃ    টঙ্গীঃ দুপুর ২-১৫ মিঃ

(খ) ১৩ জানুয়ারিঃ

লাকসাম-টঙ্গী     লাকসামঃ সকাল ১০-০০ মিঃ     টঙ্গীঃ দুপুর ৩-৪০ মিঃ

(গ) ১২ জানুয়ারি

       ঢাকা-টঙ্গী    ঢাকাঃ সকাল ১০-২০মিঃ     টঙ্গীঃ সকাল ১১-২০ মিঃ
       টঙ্গী-ঢাকা    টঙ্গীঃ  দুপুর ২-৫০ মিঃ         ঢাকাঃ দুপুর ৩-৫০ মিঃ

(ঘ)  আখেরী মুনাজাতের দিন (১৪ জানুয়ারি)

ঢাকা-টঙ্গী:

আপ মোনাজাত বিশেষ ট্রেন-১        ঢাকাঃ ভোর ৫-২৫ মিঃ    টঙ্গীঃ সকাল ৬-১৫ মিঃ 
আপ মোনাজাত বিশেষ ট্রেন-২        ঢাকাঃ সকাল ৭-১৫ মিঃ    টঙ্গীঃ সকাল  ৮-১০ মিঃ
আপ মোনাজাত বিশেষ ট্রেন-৩        ঢাকাঃ সকাল ৭-৩০ মিঃ    টঙ্গীঃ সকাল  ৮-৩০ মিঃ
আপ মোনাজাত বিশেষ ট্রেন-৪        ঢাকাঃ সকাল ৯-০০ মিঃ    টঙ্গীঃ সকাল  ১০-০০ মিঃ
আপ মোনাজাত বিশেষ ট্রেন-৫        ঢাকাঃ সকাল ৯-০০ মিঃ    টঙ্গীঃ সকাল ১০-০০ মিঃ
আপ মোনাজাত বিশেষ ট্রেন-৬        ঢাকাঃ সকাল ১০-৫০ মিঃ    টঙ্গীঃ সকাল ১১-৪০ মিঃ
আপ মোনাজাত বিশেষ ট্রেন-৭        ঢাকাঃ সকাল ১০-৫০ মিঃ    টংগীঃ সকাল  ১১-৪০ মিঃ

টঙ্গী-আখাউড়া-লাকসাম:

টঙ্গী-আখাউড়া-লাকসাম বিশেষ ট্রেন        টঙ্গীঃ দুপুর ১২-৫০ মিঃ    লাকসামঃ বিকাল ৫-৫০ মিঃ
টঙ্গী -আখাউড়া বিশেষ ট্রেন-১        টঙ্গীঃ দুপুর ২-৫৫ মিঃ     আখাউড়াঃ সন্ধ্যা  ৬-১৫ মিঃ

টঙ্গী-ময়মনসিংহ:

টঙ্গী-ময়মনসিংহ-১        টঙ্গীঃ  দুপুর ১২-২০ মিঃ    ময়মনসিংহঃ  বিকাল ৩-৩০ মিঃ
টঙ্গী-ময়মনসিংহ-২        টঙ্গীঃ দুপুর ১২-৪০ মিঃ    ময়মনসিংহঃ বিকলে-৩-৫৫ মিঃ
টঙ্গী-ময়মনসিংহ-৩        টঙ্গীঃ দুপুর ২-১০ মিঃ    ময়মনসিংহঃ বিকাল-৪-৫৫ মিঃ
টঙ্গী-ময়মনসিংহ-৪        টঙ্গীঃ রাত ১০-৩০ মিঃ    ময়মনসিংহঃ রাত ১-০০ মিঃ

টঙ্গী থেকে ঢাকা:

টঙ্গী-ঢাকা বিশেষ ট্রেন-১        টঙ্গীঃ দুপুর  ১২-৪০মিঃ     ঢাকাঃ দুপুর ১-৩৫ মিঃ
টঙ্গী-ঢাকা বিশেষ ট্রেন-২        টঙ্গীঃ দুপুর ১২-৪০ মিঃ    ঢাকাঃ দুপুর ১-৩৫ মিঃ
টঙ্গী-ঢাকা বিশেষ ট্রেন-৩        টঙ্গীঃ দুপুর ১-১০ মিঃ    ঢাকাঃ দুপুর ২-০৫ মিঃ
টঙ্গী-ঢাকা বিশেষ ট্রেন-৪        টঙ্গীঃ দুপুর ২-১৫   মিঃ    ঢাকাঃ দুপুর ৩-১০ মিঃ
টঙ্গী-ঢাকা বিশেষ ট্রেন-৫        টঙ্গীঃ  স›ধ্যা ৬-৫৫ মিঃ     ঢাকাঃ রাত ৭-৫৫ মিঃ
টঙ্গী-ঢাকা বিশেষ ট্রেন-৬        টঙ্গীঃ রাত ৭-২০ মিঃ    ঢাকাঃ রাত ৮-২০ মিঃ
টঙ্গী-ঢাকা বিশেষ ট্রেন-৭        টঙ্গীঃ রাত ৯-৩০ মিঃ    ঢাকাঃ রাত ১০-২০ মিঃ

বিশ্ব এজতেমায় আগত মুসল্লীদের সুবিধার্থে ৯ জানুয়ারি দুপুরের পর  থেকে ১৪ জানুয়ারি আখেরী মোনাজাতের পূর্ব পর্যন্ত ঢাকা অভিমুখী সকল ট্রেন টঙ্গী ষ্টেশনে ২ মিনিট বিরতি থাকবে। 

এছাড়া  আগামী ১৪ জানুয়ারি রোববার সুবর্ণ এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস ও তুরাগ-১,২,৩,৪ ঢাকা-কুমিল্লা, ঢাকা-টঙ্গী, ঢাকা-জয়দেবপুর ও ঢাকা-নারায়নগঞ্জের মধ্যে ডেমু (কমিউটার) ট্রেন চলাচল করবে না। ১২,১৩ ও ১৪ জানুয়ারি ২৫১/২৫২ (লোকাল ট্রেন) এবং ১৩ ও ১৪ জানুয়ারি কুশিয়ারা এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে।

১৪ জানুয়ারি মহানগর এক্সপ্রেস ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে।

আখেরী মোনাজাতের পরের দিন টিকেটধারী মুসূল্লীগণের টঙ্গী  স্টেশন থেকে ট্রেনে আরোহনের সুবিধার্থে ধুমকেতু, রংপুর এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, কালানী, যমুনা, সিরাজগঞ্জ, মহানগর এক্সপ্রেস,  সুন্দরবন, পারাবত,  হাওর, উপকুল, তিস্তা, নীলসাগর, এগারসি›ধুর প্রভাতী, অগ্নিবীনা, একতা, জয়ন্তিকা, মহানগর প্রভাতী ও  সিল্কসিটি এক্সপ্রেস টঙ্গী স্টেশনে ২ মিনিট করে থামবে বলে সিদ্ধান্ত হয়েছে।

সোনালীনিউজ/তালেব

Wordbridge School
Link copied!