• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্ব টয়লেট দিবসে কুষ্টিয়ায় মানববন্ধন ও আলোচনা সভা


কুষ্টিয়া প্রতিনিধি নভেম্বর ১৯, ২০১৭, ০১:২৬ পিএম
বিশ্ব টয়লেট দিবসে কুষ্টিয়ায় মানববন্ধন ও আলোচনা সভা

কুষ্টিয়া: বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে কুষ্টিয়া শহরে পাবলিক প্লেসে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত গণসৌচাগারের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এপেক্স ক্লাব অব কুষ্টিয়ার সভাপতি কেএম জাহিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাফের নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মো: নজরুল ইসলাম, প্রফসের আসাদুর রহমান, এনজিও প্রতিনিধি সালমা সুলতানা, আনোয়ার কবির বুলবুল, কোহিনুর খাতুন, দীনা লাইলা, মাহজাবিন মাহমুদ টুসি, সাংবাদিক মিজানুর রহমান লাকী এসএম জামাল প্রমুখ।

বক্তারা বলেন, কুষ্টিয়া শহরের পাবলিক টয়লেট নেই বললেই চলে। এনএস রোডের থানার পাশে পাবলিক টয়লেট ছিল সেটি এখন আর নেই। মিউনিসিপ্যালিটি সুপার মার্কেটের পাবলিক টয়লেটিরও বেহাল দশা বিরাজ করছে।

এ ছাড়াও কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডের টয়লেট ব্যবস্থা অনেকটাই নাজুক। কুষ্টিয়ার বিভিন্ন বাসষ্ট্যান্ড, রেলওয়ে স্টেশনসহ পাবলিক প্লেসের গুরুত্বপূর্ণ স্থানেও পাবলিক টয়লেট নেই। যদিওবা কিছু আছে সেগুলোও অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিদিন শতশত মানুষ ব্যবহার করছে। সংখ্যায় অপ্রতুল ছাড়াও সেগুলো নারী-পুরুষ আলাদা ব্যবস্থা জোরদার নয়। নারীদের জন্য তো নেইই।

এমতাবস্থায় সার্বিকভাবে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে স্যানিটেশন কার্যক্রম জোরদার করে সরকারের প্রতিষ্ঠানগুলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। পরে পৌরসভার মেয়র ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!