• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপ জেতার শেষ সুযোগটা নিতে চান মেসি


ক্রীড়া ডেস্ক জুন ১৬, ২০১৮, ০২:৫২ এএম
বিশ্বকাপ জেতার শেষ সুযোগটা নিতে চান মেসি

ঢাকা: ক্লাব ফুটবলে এমন কোনো অর্জন নেই যা লিওনেল মেসির নামের পাশে নেই। ফিফা ব্যালন ডি’অর জিতেছে পাঁচবার। তাঁর পাঁচটি ব্যালন ডি’অর আছে আর একজনেরই। তিনি ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ক্লাবের এত এত অর্জনও মেসির মন ভরাতে পারছে না। তাঁর যে একটা বিশ্বকাপ ট্রফি দরকার।

শুধু মেসি নন, গোটা বিশ্বের আর্জেন্টাইন সমর্থকরাই চান এই একটি ট্রফি মেসির হাতে শোভা পাক। নিজের শেষ বিশ্বকাপে মেসি নিজেও খুব করে চাইছেন সোনালী ট্রফিটি ছুঁয়ে দেখতে। তাঁর কাছে ট্রফি জেতাই আসল। এখানে কোনো রেকর্ড হলো কি না তা নিতান্তই গৌণ।

বিশ্বকাপের উদ্বোধনের দিনে আর্জেন্টিনার ‘লা ন্যাসিয়ন’ সংবাদপত্রে মেসি বলেছেন, ‘রেকর্ডের ব্যাপারটা আমি তাদের ওপরেই ছাড়তে চাই, যারা পরিসংখ্যান খুব ভালোবাসে। রেকর্ড নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। আমি চাই ট্রফি জিততে।’

শনিবার আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। প্রথম ম্যাচে নামার আগে মেসি বলেছেন, ‘আমি জানি, (গ্যাব্রিয়েল) বাতিস্তুতার গোলের রেকর্ড ভেঙেছি। একটা ঐতিহাসিক কৃতিত্ব। কিন্তু রেকর্ড আমার মাথায় ঘোরে না।’

মেসি জানিয়েছেন, জীবন তাঁকে যা দিয়েছে, তাতে তিনি খুশি, ‘জীবন থেকে যা পেয়েছি, তা নিয়ে আমার কোনও অভিযোগ নেই। আমি ফুটবলার হতে চেয়েছিলাম, হয়েছি। মেসি হওয়ার অনুভূতি কী রকম, আমি জানি না। কারণ, আমি একই রকম আছি। তবে যখন কেউ যখন আমাকে দেখে সম্মান জানায়, ভালোবাসা দেখায়, তখন খুব ভালো লাগে।’

ক্লাব ফুটবলে তিনি যা সাফল্য পেয়েছেন, জাতীয় দলের জার্সিতে তার কিছুই প্রায় আসেনি। যা নিয়ে মেসি বলেছেন, ‘জাতীয় দলের হয়ে এক-একটা গোল করে বিশাল তৃপ্তি পেয়েছি। তবে সেটা ব্যক্তিগত সাফল্যের জন্য নয়। আমার গোল দলের কাজে লাগছে, এটাই আমাকে খুশি করে। কারণ ফুটবলে জয়ের চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না।’’

অধরা বিশ্বকাপ পেতে মেসি কতটা মরিয়া, তা পরিষ্কার হয়ে যায় তাঁর কথায়। যখন বলেন, ‘সব রেকর্ডের বদলে যদি বিশ্বকাপটা পাওয়া যেত। আমি জানি, একটা বিশ্বকাপ আমার দেশের মানুষকে কতটা খুশি করবে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!