• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ বাছাই পর্বে নিষিদ্ধ মেসি!


ক্রীড়া ডেস্ক মার্চ ২৮, ২০১৭, ১০:১১ পিএম
বিশ্বকাপ বাছাই পর্বে নিষিদ্ধ মেসি!

ঢাকা: দু:সংবাদ লিওনেল মেসি আর আর্জেন্টিনার সমর্থকদের জন্য। আর মাত্র কয়েক ঘন্টা বাদেই বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপুর্ণ ম্যাচে বলিভিয়া মুখোমুখি হবে আর্জেন্টিনা। কিন্তু সেই ম্যাচে মাঠে নামতে পারবেন না মেসি। না, কোনো ইনজুরি নয়, এই ক্ষুদে যাদুকরকে নিষিদ্ধ করেছে ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফা। শুধু এই ম্যাচে না, বিশ্বকাপ বাছাইপর্বে আরো তিনটি ম্যাচে নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। মঙ্গলবার (২৮ মার্চ) আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে বিষয়টি জানিয়ে দিয়েছে ফিফা।

বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে সর্বশেষ ম্যাচে ব্রাজিলিয়ান সহকারী রেফারি ডিউসন সিলভার উদ্দেশে কুৎসিত গালি দিয়েছিলেন মেসি। আর সেই অভিযোগেই মেসির এই শাস্তি। তবে আর্জেন্টিনা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। কিন্তু আজ বলিভিয়া বিপক্ষে মাঠে নামতে পারছেন না মেসি। এটা নিশ্চিত। আর আপিল করেও ফল পক্ষে না এলে উরুগুয়ে, ভেনেজুয়েলা ও পেরুর বিপক্ষেও খেলতে পারবেন না মেসি। ফিরতে পারবেন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে।

এতে আপাতত কপাল পুড়ছে আর্জেন্টিনার। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার ম্যাচই বাকি আছে ৫টি। এর মধ্যে চার ম্যাচেই খেলতে পারবেন না মেসি। এমনিতে পয়েন্ট টেবিলের তিনে থাকলেও আর্জেন্টিনা খুব একটা স্বস্তিতে নেই। ১৩ ম্যাচে ২২ পয়েন্ট তাদের। কিন্তু তালিকার দুইয়ে থাকা উরুগুয়ে ও ছয়ে থাকা চিলির মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ৩! তার ওপর ম্যাচটা আজকের বলিভিয়ায়, যেখানে আর্জেন্টিনার ৬-১ গোলে হেরে আসার স্মৃতিও খুব বেশি পুরোনো নয়।

আর এবারের বাছাইপর্বে মেসিহীন আর্জেন্টিনা ও মেসিকে নিয়ে আর্জেন্টিনার পারফরম্যান্সে তো আকাশ পাতাল ব্যবধানই ছিল। মেসি খেলেননি এমন সাত ম্যাচে আর্জেন্টিনা এবার পেয়েছে মাত্র ৭ পয়েন্ট। আর মেসি খেলেছেন, এমন ৬ ম্যাচে পয়েন্ট ১৫!

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!