• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপ বাছাই প্রক্রিয়ায় আইসিসির নতুন নিয়ম


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২২, ২০১৮, ০৪:১০ পিএম
বিশ্বকাপ বাছাই প্রক্রিয়ায় আইসিসির নতুন নিয়ম

ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপে অংশগ্রহণ বাছাই প্রক্রিয়ায় নতুন নিয়ম আনতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের পরের আসরেই নতুন নিয়ম চালু করছে আইসিসি। ভারতে অনুষ্ঠেয় ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। কিন্তু এই ১০ দল নির্বাচনে আইসিসি এবার নিয়ে এলো নতুন এক নিয়ম।

২০২৩ সালের বিশ্বকাপের জন্য মোট ৩২টি দলের মধ্যে বাছাই হবে। আর এই বাছাই পর্ব হবে ছয়টি বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে। ৩২টি দলের মধ্য থেকে ১৩টি দল অংশ নেবে বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজে। এরই মধ্যে এই সিরিজের নাম দেওয়া হয়েছে ‘আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ’।

এই তেরোটি দল হল: বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস। প্রতিটা দল ২৪টি করে ম্যাচ খেলবে। সেখান থেকে প্রথম ৮টি দল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। তবে বাকি দু’দলের কষ্ট একটু বেশিই করতে হবে। এ জন্য তাদের আইসিসি’র বিভিন্ন প্রতিযোগিতা খেলে আসতে হবে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!